Popular posts from this blog
৪৫তম আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের জীবনী
Author : Md Raihan - মোহাম্মদ রায়হান। বয়স মাত্র ৭৭.!! জু-বাইডেন দীর্ঘ প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবন তার। হোয়াইট হাউসে যাবার যে স্বপ্ন বহুদিন থেকে লালন করে আসছেন, সেই স্বপ্নের জয় হল আজ! ১৯৮৭ সালে একবার আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য মাঠে নামেন। ডেমোক্র্যাট দলের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠে যে, তিনি অন্যের লেখা চুরি করে নিজর নামে চালিয়েছেন! এই অভিযোগের সূত্র ধরে আরেকটা অভিযোগ সামনে আনা হয়। ছাত্র জীবনের একটি ঘটনা, যখন তিনি আইনের ছাত্র হিসাবে তার সাইটেশন পেপারে আরেকজনের লেখা হুবহু ব্যবহার করেছিলেন। তিনি তখন বলেছিলেন, সেটা যে নিয়ম বহির্ভূত তা তিনি জানতেন না। এমন অসততার অভিযোগ আনা হলে তিনি প্রচারণা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন! পরে তার এক জীবনীকারকে মি. বাইডেন বলেছিলেন, ওই ঘটনা তাকে "কুরে কুরে খেয়েছে। নিজেকে আমি চিরকাল একজন সৎ মানুষ হিসাবে মনে করেছি। সেই জায়গাটা বিরাট ধাক্কা খেয়েছে।” আরেক জায়গায় তিনি লিখেছেন, “এর জন্য দায়ী আমি নিজে। নিজের ওপর রাগ আর হতাশায় ভুগছি। আমেরিকার মানুষকে আমি কীভাবে বোঝাবো এটাই জো বাইডেনের আসল পরিচয় নয়। এটা ...
মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদ।
ছবিঃ ০৮ নভেম্বর রোজ রবিবার। ঢাকা বাংলাদেশ মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীর ওপর পুলিশের হামলা। সরকার পতনের জন্য নয়, সুনির্দিষ্ট কিছু যৌক্তিক দাবি নিয়ে শাহবাগে অবস্থান করছিলেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। যেভাবে পুলিশ সেখানে অতর্কিত হামলা করে এবং নারী শিক্ষার্থীদের লাঞ্চিত করে। নারীদের বিভিন্ন জায়গায় ও স্পর্শকাতর স্থানে টাচ করছে৷ তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করতেছি,যেন দেশে কোন কিছুর দাবি নিয়ে রাজ পদে যাওয়া মানে নির্যাতিত হওয়া। দেশের আইনের প্রতি মানুষের হাজারো ক্ষোভ জমে আছে।
Comments
Post a Comment