Posts

Showing posts from November, 2020

We can solve it Rohingya mother Saving from covid19

  Reporter : Author, :  Md Raihan - মোহাম্মদ রায়হান    If there is any problem in our community in the future, we can solve it from this community kitchen."  Meet the Rohingya mothers saving lives from #COVID19 with the help of USAID - US Agency for International Development and World Vision. World_vision_international

ভূমধ্যসাগরে নৌকাডুবি, মৃত অন্তত ৭৪

Image
  শরণার্থীদের ইউরোপে নিয়ে যেতে গিয়ে নৌকাডুবি হলো ভূমধ্যসাগরে। বহু মানুষের মৃত্যু। Author : মোহাম্মদ রায়হান - Md Raihan  (সংগ্রহীত)  ফের নৌকাডুবি ভূমধ্যসাগরে। জাতিসংঘ জানাচ্ছে, ঘটনায় অন্ততপক্ষে ৭৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মানুষকে। লিবিয়ার সমুদ্র সৈকতের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। লিবিয়া থেকে শরণার্থীরা ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, লিবিয়া থেকে ১২০ জনশরণার্থীকে নিয়ে ইউরোপে যাচ্ছিল ওই নৌকোটি। ভূমধ্যসাগরে কিছু দূর যাওয়ার পরেই নৌকোটি ভেঙে যায়। ১২০ জনের মধ্যে বহু নারী এবং শিশু ছিল। সকলেই জলে পড়ে যায়। উপকূলরক্ষী বাহিনী এবং জেলেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, এখনো পর্যন্ত ৪৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের সকলের অবস্থাই আশঙ্কাজনক। ৩৪ জনের দেহ উদ্ধার হয়েছে। এখনো অনেকেই নিখোঁজ। জাতিসংঘ অবশ্য দাবি করেছে, ৭৪ জনের মৃত্যু হয়েছে। অক্টোবর থেকে এই নিয়ে আট নম্বর নৌকাডুবির ঘটনা ঘটল ভূমধ্যসাগরে। প্রতিটি ক্ষেত্রেই শরণার্থীদের নিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল নৌকাগুলি। জাতিসংঘের হিসেব অ...

একের পর এক জামিনে ছাড়া পাচ্ছেন কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীরা

Image
গত বছর কক্সবাজারে আত্মসমর্পণকারী ইয়াবা ব্যবসায়ীরা জামিনে বের হয়ে আসছেন৷ এরইমধ্যে ২৭ জন জামিনে ছাড়া পেয়েছেন ৷ তাদের মধ্যে সাবেক এমপি আব্দুর রহমান বদির চার ভাইও আছেন৷  ১১-১১-২০২০ ইং ব্যক্তিগত প্রতিবেদনঃ মোহাম্মদ রায়হান - Md Raihan     স্থানীয়রা বলছেন, এতদিন গোপনে চললেও আবার ইয়াবা সিন্ডিকেট প্রকাশ্যে এলো৷ যারা জামিনে মুক্তি পাচ্ছেন তারা সবাই মাদক ও অস্ত্র আইনের চার্জশিটভুক্ত আসামি৷ ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফে স্বারাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেন৷ আত্মসমর্পণের সময় তারা তিন লাখ পিস ইয়াবা এবং ৩০টি আগ্নেয়াস্ত্র তুলে দেন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে৷ এরপর তাদের কারাগারে পাঠানো হয়৷ তাদের প্রত্যেককে অস্ত্র এবং মাদক আইনের দুইটি মামলায় আসামি করা হয় ৷ ২০ জানুয়ারি দুই মামলায় তাদের সবার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয় আদালতে৷ ১০২ জনের মধ্যে একজন আটক অবস্থায় মারা গেছেন৷ গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে পাঁচজন জামিন পান৷ ৫ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান সাতজন৷ ওই একই আদালত থেকে ৩ নভেম্বর জামিন পান ১৫ জন৷ তাদের সবাইকে এরইমধ্যে মুক্তিও দ...

বাইডেনের পূর্বপুরুষ ভারতে ছিলেন?

Image
বাইডেনের পূর্বপুরুষ ভারতে ছিলেন? জো বাইডেনের ভারত যোগ নিয়ে প্রবল আলোচনা চলছে ভারতে। বাইডেন নিজেই এক সময় এ কথা বলেছিলেন। প্রতিবেদনঃ মোহাম্মদ রায়হান - Md Raihan, তারিখ,১০-১১-২০২০ ইং     অ্যামেরিকার হবু প্রেসিডেন্ট জো বাইডেনেরও কি ভারতের সঙ্গে যোগ আছে? প্রশ্ন উসকে দিয়েছেন বাইডেন স্বয়ং। হবু ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্পষ্ট ভারত যোগ আছে। তাঁর মা চেন্নাই থেকে অ্যামেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন। কমলার দাদু ছিলেন জওহরলাল নেহরুর অন্যতম সচিব। তবে ভারতীয় গণমাধ্যমে এখন আলোচনার শিরোনামে জো বাইডেন। কলকাতা, মুম্বই এবং চেন্নাই তিন জায়গাতেই বাইডেনের পূর্বপুরুষ ছিলেন বলে অনেকে মনে করছেন। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন, বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট। সেই সময়ে ভারতের মুম্বইয়ে একটি বণিকসভায় যোগ দিতে এসেছিলেন তিনি। বলেছিলেন, ১৯৭২ সালে মাত্র ২৯ বছর বয়সে প্রথম সেনেটার হয়েছিলেন তিনি। সে সময় মুম্বই থেকে একটি চিঠি পেয়েছিলেন। বাইডেন পদবীধারী এক ব্যক্তি সেই চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠি পাওয়ার পরে নিজের পূর্বপুরুষদের খোঁজ নিয়েছিলেন বাইডেন। এবং জানতে পেরেছিলেন, তাঁর এক পূর্বপুরুষ মুম্বইতে এসেছি...

mailed from world vision international organisation

Image
  Last mailed From world  Last mailed From world vision international,  we are continue our hard work.!!  Yes we are continue growing better Health Services on our office.  Thanks for this email.  Dear Md,  World Vision has offices all over the world - they’re at the centre of our response to COVID-19 and at the heart of our campaign to end violence against children.  To get involved with what we’re doing  near you, please get in touch with your local office.   You can find details here: CONTACT YOUR LOCAL OFFICE We’ll continue to be in touch from the global team too so you can have different ways to take action and make a difference! Thank you for your fantastic support, Md. — Thanks The Advocacy Team

মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদ।

Image
 ছবিঃ ০৮ নভেম্বর রোজ রবিবার। ঢাকা বাংলাদেশ       মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীর ওপর পুলিশের  হামলা।   সরকার পতনের জন্য নয়, সুনির্দিষ্ট কিছু যৌক্তিক দাবি নিয়ে শাহবাগে অবস্থান করছিলেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। যেভাবে পুলিশ সেখানে অতর্কিত হামলা করে এবং নারী শিক্ষার্থীদের লাঞ্চিত করে। নারীদের বিভিন্ন জায়গায় ও স্পর্শকাতর স্থানে  টাচ করছে৷ তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করতেছি,যেন দেশে কোন কিছুর দাবি নিয়ে রাজ পদে যাওয়া মানে নির্যাতিত হওয়া। দেশের আইনের প্রতি মানুষের হাজারো ক্ষোভ জমে আছে।

৪৫তম আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের জীবনী

Image
Author : Md Raihan - মোহাম্মদ রায়হান।  বয়স মাত্র ৭৭.!! জু-বাইডেন দীর্ঘ প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবন তার।  হোয়াইট হাউসে যাবার যে স্বপ্ন বহুদিন থেকে লালন করে আসছেন, সেই স্বপ্নের জয় হল আজ!  ১৯৮৭ সালে একবার আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য মাঠে নামেন। ডেমোক্র্যাট দলের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠে যে, তিনি অন্যের লেখা চুরি করে নিজর নামে চালিয়েছেন! এই অভিযোগের সূত্র ধরে আরেকটা অভিযোগ সামনে আনা হয়। ছাত্র জীবনের একটি ঘটনা, যখন তিনি আইনের ছাত্র হিসাবে তার সাইটেশন পেপারে আরেকজনের লেখা হুবহু ব্যবহার করেছিলেন। তিনি তখন বলেছিলেন, সেটা যে নিয়ম বহির্ভূত তা তিনি জানতেন না।  এমন অসততার অভিযোগ আনা হলে তিনি প্রচারণা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন! পরে তার এক জীবনীকারকে মি. বাইডেন বলেছিলেন, ওই ঘটনা তাকে "কুরে কুরে খেয়েছে। নিজেকে আমি চিরকাল একজন সৎ মানুষ হিসাবে মনে করেছি। সেই জায়গাটা বিরাট ধাক্কা খেয়েছে।” আরেক জায়গায় তিনি লিখেছেন, “এর জন্য দায়ী আমি নিজে। নিজের ওপর রাগ আর হতাশায় ভুগছি। আমেরিকার মানুষকে আমি কীভাবে বোঝাবো এটাই জো বাইডেনের আসল পরিচয় নয়। এটা ...

When Multipurpose learning Center visited

Image
When centre visiting.  World vision international,  Educational Developmental project Head jamas kamira.  Visiting Multipurpose learning center, on 10 June  2020. Location Balukhali Rohingya refugees camp 12. F.11.

অভিনন্দন জো বাইডেন

Image
  রুদ্ধশ্বাস প্রতীক্ষা আর লড়াইয়ের পর  অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এর মাধ্যমে বেজে উঠেছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায় ঘণ্টা। জো বাইডেন শক্তিশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গার্ডিয়েন নিশ্চিত করেছে, মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৮৪ পেয়ে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেকটোরাল ভোট।

My personal opinion about Nurul Haque

Image
 Can you cross this long line by embracing the truth? Then Allah Almighty will be with you, there will be prayers, cooperation and love of 160 million people of Bengal. And Allah Almighty will give you victory. And you will be nominated as the guardian of all Bengalis .. !! 

Training About Child Abuse

Image
 Child abuse is not just physical violence directed at a child. It is any form of maltreatment by an adult, which is violent or threatening for the child. This includes neglect. When child abuse occurs in the home and the abuser is, for example, the child's parent or care-giver, this is a form of domestic violence . And Child abuse: A complex set of behaviors that include child neglect and the physical, emotional, and sexual abuse of children. Although most people think first of physical abuse when they hear the term child abuse, physical abuse makes up only a small percentage of reported cases. Physical abuse is defined as physical injury inflicted upon the child with cruel and/or malicious intent, although the law recognizes that in some cases the parent or caretaker may not have intended to hurt the child; rather, the injury may have resulted from excessive discipline or physical punishment. Physical abuse includes punching, beating, kicking, biting, burning, shaking, or ot...

Training Time

Image
 This is our weekly Training, This Training about child protection.